আমাদের সম্পর্কে জানুন

SAFE Academy, একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, যার ট্রেড লাইসেন্স নম্বর TRAD/DNCC/050078/2023। এটি একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, যা মানবিক বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ ও বিভাগ পরিবর্তন (সাধারণভাবে যাকে D ইউনিট বলা হয়) এর শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য মানসম্মত শিক্ষা প্রদান করে। পাশাপাশি SAFE Academy বাংলাদেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য SSC ও HSC একাডেমিক প্রোগ্রাম নিয়েও কাজ করে। SAFE Academy যদিও প্রতিষ্ঠান হিসেবে ২য় বছরে পদার্পণ করেছে, তবে এই প্ল্যাটফর্মের শিক্ষকবৃন্দ অত্যন্ত অভিজ্ঞ। তাই মনে রাখবেন, When you are in SAFE, you are really safe on your Admission journey